স্বপ্ন ভেঙ্গে যায়
তবু স্বপ্নে আকরে তাকি।
আধারের অতলে
নিজের প্রাসাদ গরি।।
আমি দুচোখে স্বপ্নে
তুমায় দেখি।।
এই স্বপ্নে মাঝে আমি
তুমার অনুভূতি খুজি।।
রাত নির্ঘুম
চার দিকে অলস নিরবতা,
চাঁদের আলোয়
মিসে যায় ভালোবাসার কথা।
হয় তো বা
ভালোবাসা এক টুকরো মেঘে
উরিয়ে দেয়া তোমার
নীল সেই আবেগ।।
স্বপ্নরা এখানে কেন
মিত্যে নয়??
স্বপ্নের বিপরীতে
আমার চোখ অন্ধময়!!!
আমার জগতে তোমায়
স্বপ্ন দেখব আমি।
চাঁদনি রাতে
মৃদু বাতাসের মাঝে
তোমার কোলাহল আমার
কানে বাজে.....
তবু স্বপ্নে আকরে তাকি।
আধারের অতলে
নিজের প্রাসাদ গরি।।
আমি দুচোখে স্বপ্নে
তুমায় দেখি।।
এই স্বপ্নে মাঝে আমি
তুমার অনুভূতি খুজি।।
রাত নির্ঘুম
চার দিকে অলস নিরবতা,
চাঁদের আলোয়
মিসে যায় ভালোবাসার কথা।
হয় তো বা
ভালোবাসা এক টুকরো মেঘে
উরিয়ে দেয়া তোমার
নীল সেই আবেগ।।
স্বপ্নরা এখানে কেন
মিত্যে নয়??
স্বপ্নের বিপরীতে
আমার চোখ অন্ধময়!!!
আমার জগতে তোমায়
স্বপ্ন দেখব আমি।
চাঁদনি রাতে
মৃদু বাতাসের মাঝে
তোমার কোলাহল আমার
কানে বাজে.....
0 মন্তব্য(গুলি):
Post a Comment