Translate

নীলাঞ্জনা , কেমন আছো, কোথায় আছো জানিনা। সুখে থেকো এইটুকু মোর কামনা, নীলাঞ্জনা ।

Monday, June 8, 2015


নীলাঞ্জনা , কেমন আছো,
কোথায় আছো জানিনা।
সুখে থেকো এইটুকু মোর কামনা,
নীলাঞ্জনা ।
কথার মালা দিয়ে গেথেছিলাম,
ভালোবাসার গান
সূরের প্রতিমা গড়েছিলাম, দিয়ে
মনপ্রাণ।।
ভেঙ্গে গেছে কত আশা,
ভেঙ্গেছে সুর-সাধনা ।
ফেলেছো কি তুমি কখনো,
দু’ফোঁটা চোখের জল
ঘুমহীন মোর দুটি চোখে, জলে
ছলছল।।
প্রেম চিঠি লিখবো না আর, আর
কখনো কাঁদবো না, নীলাঞ্জনা ।
কেমন আছো, কোথায় আছো
জানিনা ।নীলাঞ্জনা, কেমন
আছো, কোথায় আছো জানিনা।।
সুখে থেকো, এইটুকু মোর কামনা,
নীলাঞ্জনা ।
# অতঃপর-নিলয় ।

0 মন্তব্য(গুলি):

Post a Comment