Translate

সবার ভিতর থেকেও একা

Friday, April 29, 2016

কিছু মানুষ থাকে,
একা।
সবার ভিতর থেকেও একা
সবার সাথে হাসে, সবার সাথেই কাঁদে,
কিন্তু কেউ
তার সাথে কাঁদেনা।
একাকীত্ব তার অস্তিত্বে
মিশে যায়।
তখন সে ধরে নেয় একা থাকাই তার
প্রাপ্য।
.
.
.!
!!

0 মন্তব্য(গুলি):

Post a Comment