তোমার চির-চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে,
এই প্রেম বুকে ধরে,
আমি হয়তো হারিয়ে যাবো,
কোন এক শিশির ভেজা সকালে।
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে;
একবার,
শুধ একটি বার হাতটা দাও বাড়িয়ে।।
আসবেনা ফিরে তুমি জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য;
হবে না মলিন।
হবেনা মলিন??
তোমার চির-চেনা পথের ঐ
Friday, April 29, 2016
লেবেলসমূহ:
অভিমানি
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(গুলি):
Post a Comment