Translate

যদি ভাল লাগে কষ্ট দিতে তো

Saturday, September 5, 2015

যদি ভাল লাগে কষ্ট দিতে তো দেও
তাতেই আমার সুখ….
আমার চোখের পানি দেখে যদি তোমার
কলিজা ঠাণ্ডা হয়
তো আমি সারা দিন কাঁদব…
তাও তুমি তোমার ঠোঁটে লেগে থাকা
সেই মিষ্টি হাসিটা কে জেতে দিও
না…..
আমার নির্ঘুম রাতের যন্ত্রণা যদি
তোমার মনে সুখ দেয় তো হুকুম করো শুধু
আমি সত্যি চোখের পাতা আর এক
করবনা…
আমাকে অবহেলা করে যদি মজা পাও
তো বলনা একবার
সারা জীবন অবহেলিত হতে রাজি
আছি…
তাও তুমি তোমার ঠোঁটে লেগে থাকা
সেই মিষ্টি হাসিটা কে জেতে দিও
না…..
তুমি কি জাননা তোমার সেই মিষ্টি
হাসি আমার কাছে কত তা অমূল্য রত্ন..
যা এক নজর দেখার জন্য মন ব্যাকুল হয়ে
থাকে….
সেই মিষ্টি হাসি টাকে জেতে দিও
না…..
আমি যে তোমার ওই মিষ্টি হাসিটাকে
আমার নিজের থেকেও অনেক বেশি
ভালবাসি ।

0 মন্তব্য(গুলি):

Post a Comment