Translate

মেঘবালিকা এসো

Wednesday, September 9, 2015

মেঘবালিকা এসো
আমার কাছে এসো
আমার স্বপ্ন তোমায় দিলাম
আমায় ভালোবেসো ।।
মেঘবালিকা এসো
মেঘকে দিয়ে ছুটি
তোমার জন্য আছে জমা
সুদিনের কথাটি ।।
মেঘবালিকা এসো
চোখে রাখো চোখ
ভিজবে তোমার হৃদয় আগুন
বৃষ্টি হোক না হোক ।।
মেঘবালিকা এসো
মৌন তেপান্তর
কেউ কখনো জানবেনা এই
মেঘবালিকার খবর ।।
মেঘবালিকা এসো

0 মন্তব্য(গুলি):

Post a Comment