Translate

কেউ একজন

Tuesday, September 1, 2015

বিশেষ কেউ থাকে হয়ত কারো কারো ।
মানুষ
জানেনা ভালোবাসা কোন কক্ষপথে
ঘুরে । তার
কোন দ্রাঘিমাংশ-অক্ষাংশ নেই ।মানুষ
অদ্ভুতভাবে ভালোবাসতে ভালোবাসে ।
নিজে
থেকেই এক কল্পনার কক্ষপথ তৈরি করে
কাছের
মানুষটিকে ভালোবাসে । সেই
ভালোবাসার
সংজ্ঞাও হয়ত মানুষ বিভিন্নভাবে
ব্যাখ্যা করে,
কিন্তু অনেক উপমা দেয়ার পরেও সেই
ভালোবাসাকে কোন বৃত্তে বাঁধা যায়
কি ?
অদ্ভুতভাবে জোছনা দেখতে ভালোবাসা
,
অদ্ভুতভাবে বৃষ্টিতে ভেজা, সবই করে
প্রেমে
পরলে একজন মানুষ । ভালোবাসা মানে
অনেক
পাগলামি , অনেক ভালোলাগা ,অনেক
দায়িত্ব ।
ভালোবাসার মানুষটার একটা হাসি
অনেককিছুর
সাথেই তুলনা করে শেষ করা যায়না ।
মানুষ মাত্রই
চায় তার জন্যে Someone Special —

0 মন্তব্য(গুলি):

Post a Comment