মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি
আপন করে কাছে পেতে ইচ্ছে করে ।
ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের
গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি,
ভালবাসার মিষ্টি মধুর প্রলাপ – যে
কথাগুলো তাকে বলার জন্য সাজিয়ে
রেখেছি বুকের ভেতর অনেক যত্ন করে ।
যে অনুভূতি গুলো আমার স্বপ্ন দিয়ে রচনা
করেছি শুধুই তার জন্য ।
কোন একদিন মেঘলা বিকেলে যদি থাকি
পাশাপাশি দুজন , অথবা ঝুম বৃষ্টিতে
তার হাত ধরে ভিজি কোন এক বর্ষায় ,
কিংবা নিঝুম রাত্রিতে কল্পনার ছেঁড়া
সুতোয় সপ্নের মালা গাঁথি একসাথে –
একবার জানাই তাকে আমার মনের খবর ।
কান পেতে শুনুক সে আমার হৃদয়ের
কম্পন,যার প্রতিটা স্পন্দনে শুধু তার নাম
। অনুভব করুক সে আমার দীর্ঘশ্বাস , যাতে
শুধু তাকে বলতে না পারার যন্ত্রণা ।
একবার শুধু তার দুহাত ধরে চোখে চোখ
রেখে বলি –ভালবাসি ,ভালবাসি শুধু
তোমাকে ।
আপন করে কাছে পেতে ইচ্ছে করে ।
ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের
গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি,
ভালবাসার মিষ্টি মধুর প্রলাপ – যে
কথাগুলো তাকে বলার জন্য সাজিয়ে
রেখেছি বুকের ভেতর অনেক যত্ন করে ।
যে অনুভূতি গুলো আমার স্বপ্ন দিয়ে রচনা
করেছি শুধুই তার জন্য ।
কোন একদিন মেঘলা বিকেলে যদি থাকি
পাশাপাশি দুজন , অথবা ঝুম বৃষ্টিতে
তার হাত ধরে ভিজি কোন এক বর্ষায় ,
কিংবা নিঝুম রাত্রিতে কল্পনার ছেঁড়া
সুতোয় সপ্নের মালা গাঁথি একসাথে –
একবার জানাই তাকে আমার মনের খবর ।
কান পেতে শুনুক সে আমার হৃদয়ের
কম্পন,যার প্রতিটা স্পন্দনে শুধু তার নাম
। অনুভব করুক সে আমার দীর্ঘশ্বাস , যাতে
শুধু তাকে বলতে না পারার যন্ত্রণা ।
একবার শুধু তার দুহাত ধরে চোখে চোখ
রেখে বলি –ভালবাসি ,ভালবাসি শুধু
তোমাকে ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment