skip to main
|
skip to sidebar
অভিমানী লেখক
''অভিমান করে ভেসে যেতে পারি একদিন,,
হোম
আমাদের কথা
অভিমানি
কবিতা
ধর্ম
ছবি ডাউনলোড করতে
Translate
এই বুঝি কেউ এল ?
Friday, September 4, 2015
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
3:44:00 AM
লেবেলসমূহ:
অভিমানি
অন্ধ আমি বেড়িয়েছি পথে
খুঁজতে রাতের তারা,
অনুভব করি মিটিমিটি জ্বলে
হয়ে গেছি পথহারা ।
স্বপ্নে বারেবার হোঁচট খেয়েছি
তবু দেখেছি আশার আলো,
বন্ধুর পথে একা একা চলি
এই বুঝি কেউ এল ?
0 মন্তব্য(গুলি):
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ডাউনলোড
Best Java, Android Games, Apps
Followers
Blog Archive
►
2018
(5)
►
May
(5)
►
2017
(2)
►
December
(2)
►
2016
(147)
►
June
(2)
►
May
(48)
►
April
(13)
►
March
(84)
▼
2015
(96)
▼
September
(52)
তোমার সানুগ্রহে
চলে যাবার সময় হটাৎ
মেঘবালিকা এসো
এখানে রাত্রি নামে,
ওগো চাঁদ,
প্রতিদিনই স্বপ্ন দেখি আমি
নিজেকে খুঁজতে বেরিয়েছিলাম
ওগো চাঁদ,
শুনেছি ভালবাসা নাকি
জানো নিলিমা ,
কতদিন কতরাত্রির
তুমি আছো বলেই
প্রখর রোদ্দুরে, ভারি হয়ে আসে নিঃশ্বাস.. দু দন্ডের...
প্রখর রোদ্দুরে, ভারি হয়ে আসে নিঃশ্বাস.. দু দন্ডের...
একমুঠো ভালোবাসা দাও আমায়,
তাশ
নম্বরটাও আছে সেভ করা সে আছে
বন্ধ হলে চোখের পাতা
কখনো নিজেকে
অনেক দিন স্বপ্ন দেখিনা
কখনো চেষ্টা করেছ কি
যত ভাবি
এক জীবনে না পাওয়ার
তুমি বন্ধু দূরে গেলে.
সেদিন আমায়
মাঝে মাঝে মনের মানুষটাকে
যদি ভাল লাগে কষ্ট দিতে তো
যদি কেউ তোমাকে ছেড়ে
রাতের আকাশে হাজার তারার
মানুষ এভাবেই একা হয় একদিন ...
এই বুঝি কেউ এল ?
এখনো কিছু মানুষ আছে,
যখনি জীবনের আশা ছেড়ে দেই
অভিমানী বৃষ্টি ঝরা...
তবুও ছোট ছোট স্বপ্নরা
নিশিতে জেগে জেগে স্বপ্ন দেখছ
চারদিকে শুধু মিথ্যে
কেমন অভিশপ্ত পথিক তুমি
কেউ একজন
তবুও লাগে অপূর্ব সুন্দর.
প্রতিটি ভূল যেন
প্রতিটি নির্ঘুম রাতেই
"আজ ধানের
সৃতি গুলো পরে
বৃষ্টি ভেজা আধো দিনে
বৃষ্টি ভেজা রাতে
স্বপ্ন দেখাটাই মানুষের ভূল!!
কিছু কিছু কথা
একা রাতের আধাঁরে
স্বপ্ন হীন এই আমাকে
মাঝে মাঝে কাঁদতে হয়
মন যেন চায় কিছু বলতে তোমায়...
►
August
(1)
►
July
(3)
►
June
(40)
জনপ্রিয় পোস্টসমূহ
না পাওয়ার কষ্ট
না পাওয়ার কষ্ট যে কত বেশী কষ্টের আজ তা বুঝতে পারছি আমার চাওয় হয়তো ভূল ছিল ! আমার ভালোবাসায় হয় তো শক্তি নেই । তাই তুমাকে পেলাম না । তুমি...
রপ্ত করা শব্দ গুলো
রপ্ত করা শব্দ গুলো দ্বিধার কাছে জব্দ , তাই ভাষা কথার মুখে কথা নাই ,মনের ঘরে তালা মারা বন্দি আবেগ পায় না ছাড়া , কেমন করে বুজিয়ে বলি কতখা...
স্বপ্ন দেখাটাই মানুষের ভূল!!
স্বপ্ন দেখাটাই মানুষের ভূল!! হঠাৎ হারিয়ে যায় জীবনের কোল....!!!
প্রতিটি নির্ঘুম রাতেই
প্রতিটি নির্ঘুম রাতেই যেন পুরনো কিছু অতীত মিশে থাকে। যা এক সময় কিছু সোনালি স্বপ্ন ছিল। কিন্তু.... আজ তা হারানো অধ্যায় জীবনের..!!!! ...
স্বপ্ন দেখে কি হবে
স্বপ্ন দেখে কি হবে, তুমি না এলে কেমনে । ভালোবাস যদি বলো তুমি, জীবনে আর কিছু চাই না আমি, স্বপ্নের মাঝে আছি, তুমায় ভালোবাসি । তুমি হীনা ...
কবি নজরুল একদিন
কবি নজরুল একদিন কথার প্রসঙ্গে বলেছিল খোদার বক্ষে লাতি মারি। এই কথা বলার পর সারা কুমিল্লা উত্তাল হয়ে গেল। মাওলানারা কাফের ঘোষনা দি...
ভালবাসার উক্তি
যদি একটা ছেলে, একটি মেয়ের কাছে প্রতারিত হবার পরও তাকে ভালোবাসে তার মানে এই নয় যে সে একগুঁয়ে ♡♡ যদি একটা ছেলে, একটি মেয়ের জন্য বিষণ্...
শেষ বিকেলের আলোয়
শেষ বিকেলের আলোয় ব্যথার আকাশ নিয়ে কার ছবি আকো মনের গহীন কোনে অসীম শূন্যতা ঘিরে এভাবে কি বেচে থাকা যায়..... ..... ... .. .
রাত্রি যখন নিঝুম হয় নিস্তব্ধ হয় পৃথিবী, ঘুমিয়ে পড়েছে সকল কিছু
রাত্রি যখন নিঝুম হয় নিস্তব্ধ হয় পৃথিবী, ঘুমিয়ে পড়েছে সকল কিছু নিশ্চুপ রয়েছে সবই। মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে ঝিঁ ঝিঁ পোকার ডাকে,...
কত বার ভেবেছি তুমাকে
কত বার ভেবেছি তুমাকে বলে দেবো সব । পারিনি ভুঝাতে চোখে চোখ রেখে। কেমনে থাকি ওগো তুমাকে ভূলে কি করে বুঝায় ওগো বলো না তুমি। হৃদয়ের আবেগ য...
Powered by
Blogger
.
0 মন্তব্য(গুলি):
Post a Comment