Translate

এই বুঝি কেউ এল ?

Friday, September 4, 2015

অন্ধ আমি বেড়িয়েছি পথে
খুঁজতে রাতের তারা,
অনুভব করি মিটিমিটি জ্বলে
হয়ে গেছি পথহারা ।
স্বপ্নে বারেবার হোঁচট খেয়েছি
তবু দেখেছি আশার আলো,
বন্ধুর পথে একা একা চলি
এই বুঝি কেউ এল ?

0 মন্তব্য(গুলি):

Post a Comment