Translate

অনেক দিন স্বপ্ন দেখিনা

Saturday, September 5, 2015

জানো , অনেক দিন স্বপ্ন দেখিনা ,
স্বপ্ন গড়ার যন্ত্রটায় মরচে পড়ে গেছে
রোজ ঘুম ভেঙ্গে ভাবি ,
আজ তুমি ঠিক ই ফিরবে ,
সারাটা দিন সেই আশায় কাটিয়ে দেই ,
দিনের আলো কমার সঙ্গে সঙ্গে ,
আমার আশার আলো টুকুও ক্ষীণ হয়ে
আশে ।
তারপর চাপা কষ্টে কাটে রাত টুকু ,
কষ্টের রাত গুলো যে দীর্ঘ হয়
সে আমি তোমাকে হারানোর পর বুঝেছি
,
বড্ড অসময়ে এসেছিলে তুমি ,
চলেও গেলে অসময়ে ...

0 মন্তব্য(গুলি):

Post a Comment