Translate

তোমার সানুগ্রহে

Wednesday, September 9, 2015

তোমার সানুগ্রহে
আমি আত্মরক্ষা করতে শিখছি
তাই সতর্কবানী নিয়ে আসা লাল
কাঁকড়ার ঝাঁক
বিরহের নীল ফনা তোলা ঢেউ থেকে
নিজেকে রক্ষা করি
বুক থেকে দূরে ঢেলে দেই বিষাক্ত
স্বপ্নের নীল রঙ
ধূর্ত হাতছানিকে অবহেলা করি, এড়িয়ে
যাই
সৈকতে ফিসফিসানি গোঙ্গানী
শঙ্খে কান পেতে শিয়ালের ডাক শুনি
না
সব লোভ উপেক্ষা করে নিজেকে রক্ষা
করি
পাষানে বেঁধেছি মন ছটফট সারাক্ষণ
যাবে যদি যাও বাঁধা দেব না
রাগে ক্ষোভে খাঁমচে দিও না বুক
আমিও জানি না সুখ আর কত দূর

0 মন্তব্য(গুলি):

Post a Comment