মুসলমানরা একসময় পৃথিবীর পরাশক্তি ছিল। কিন্তু পরে জ্ঞান-বিজ্ঞান, পরিকল্পনা, সমরাস্ত্র ও একতা ইত্যাদিতে তারা অমুসলিম বিশেষত খ্রিষ্টানদের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়ে। ফলে একসময় হিজায ছাড়া মুসলিম অধ্যুষিত অন্যসব অঞ্চল খ্রিষ্টবাদী ব্রিটিশ, ফ্রান্স, পর্তুগীজ, স্পেন, ইটালী ও রুশদের নিয়ন্ত্রণে চলে যায় এবং এ সময় তারা এসব অঞ্চলে মুসলমানদের উপর গণহত্যাসহ বিভিন্ন ধরণের নিপীড়মূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষতার বীজ বপন করে। দীর্ঘদিন পর তা থেকে অনেক এলাকা দেশ আকারে স্বাধীন হলেও অনেক এলাকা এখনো স্বেচ্ছায় বা বাধ্য হয়ে অমুসলিম দেশগুলোর নিয়ন্ত্রণে থেকে যায়। নীচে রুশ ফেডারেশনভুক্ত ১৪ মুসলিম প্রজাতন্ত্রের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।
চেচনিয়া
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত পূর্বদিকে দাগিস্তান, উত্তরে দাগিস্তান ও স্তাভুরোপুল, দক্ষিণে দাগিস্তান ও জর্জিয়া এবং পশ্চিমে উত্তর ওশেটিয়া।
রাজধানী গ্রোজনী
আয়তন ১৫৫০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ১,১০৩,৬৮৬ (২০০২)
মুসলিম ১০০%
রাষ্ট্রভাষা চেচেন, রুশ
প্রেসিডেন্ট রমজান কাদিরুভ
প্রধানমন্ত্রী . . . . . .
দাগিস্তান
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত পূর্বদিকে কাম্পিয়ান সাগর, দক্ষিণে আজারবাইজান, দক্ষিণ-পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে চেচনিয়া এবং উত্তরে স্তাভুরোপুল অঞ্চল ও কালমিকিয়া প্রজাতন্ত্র।
রাজধানী মাহাজকিল্লা
আয়তন ৫০৩০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ২৫৭৬৫৩১ (২০০২)
মুসলিম ৯৫%
রাষ্ট্রভাষা রুশ
প্রেসিডেন্ট মুহাম্মদ সালাম মাহমুদুফ
প্রধানমন্ত্রী আতা বাশরুভিট আলীফ
ইঙ্গোশেটিয়া
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত চেচনিয়া, উত্তর ওশেটিয়া ও জর্জিয়ার মাঝামাঝিতে অবস্থিত।
রাজধানী মাগাস
আয়তন ৪,০০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৪৬৭,২৯৪ (২০০২)
মুসলিম ৯৯%
রাষ্ট্রভাষা ইঙ্গুশ, রুশ
প্রেসিডেন্ট মুরাদ মাহমুদুভেচ জিয়া জেকব
প্রধানমন্ত্রী তৈমুর আহমুদুভেচ মুগু জেকব
কার্বডিন বলগারিয়া
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত পূর্বে উত্তর ওশেটিয়া, পশ্চিমে কারাচাই-সার্কিজিয়া, দক্ষিণে জর্জিয়া ও উত্তরে রাশিয়াভূক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী নলচিক
আয়তন ১২৫০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৯০১,৪৯৪ (২০০২)
মুসলিম ৭০%
রাষ্ট্রভাষা রুশ, আদিগিয়া, বলগারিয়া
প্রেসিডেন্ট আরসিন বাশিরুভিচ কানুকুভ
প্রধানমন্ত্রী জুনাদী জুবিন
আদিগিয়া
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত ক্রাসনুডার অঞ্চল বেষ্টিত। দক্ষিণ-পূর্বদিক থেকে কৃঞ্চসাগর ও জর্জিয়া এবং পূর্ব দিকে কারাচাই-সার্কিজিয়ার নিকটবর্তী।
রাজধানী ম্যাকুব
আয়তন ৭৬০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৪৪৭ ،০০০ (২০০২)
মুসলিম ৬৭%
রাষ্ট্রভাষা ইঙ্গুশ, রুশ
প্রেসিডেন্ট আছলান তাহাচুশিনা
প্রধানমন্ত্রী মুরাত কুম্বল
উত্তর ওশেটিয়া
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত পূর্বে চেচনিয়া ও ইঙ্গুশেটিয়া, পশ্চিমে কার্বডিন বলগারিয়া, দক্ষিণে জর্জিয়া ও উত্তরে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী ভালাদি ককাস
আয়তন ৮০০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৭১০২৭৫ (২০০২)
মুসলিম ৫৫%
রাষ্ট্রভাষা ওশেটি, রুশ
প্রেসিডেন্ট তৈমুরাজ মনছুরুভ
প্রধানমন্ত্রী আলান বুরাজোভ
কারাচাই-সার্কিজিয়া
Karachay-Cherkessia
অবস্থান ককেশাস অঞ্চল
সীমান্ত পশ্চিমে কার্বডিন বলগারিয়া, দক্ষিণে জর্জিয়া ও উত্তরে স্তাভুরোপুল।
রাজধানী চার্কেসক Cherkessk
আয়তন ৪,০০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৪৬৭,২৯৪ (২০০২)
মুসলিম ৬২%
রাষ্ট্রভাষা আদিগিয়া, রুশ
প্রেসিডেন্ট মুস্তফা আলীভীচ বাতদীভ
প্রধানমন্ত্রী ভিরা মিকাইলুভানা মল্ডুভানুভা
বাশকুরুতুস্তান/বাশকেরিয়া
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত পশ্চিমে তাতারিস্তান, দক্ষিণে ওরাম্বার্গ, উত্তর ও পূর্বে সাইবেরিয়া। বাশকুরুতুস্তান রুশ ফেডারেশনের এশিয়া ও ইউরোপের সীমান্তে অবস্থিত।
রাজধানী ঊভা
আয়তন ১৭০৫০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৩০৫৫১০ (২০০২)
মুসলিম ৬১%
রাষ্ট্রভাষা বাশকেরি, রুশ
প্রেসিডেন্ট রুস্তম হামিটতুভ
প্রধানমন্ত্রী . . ,
তাতারিস্তান
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত পশ্চিমে শোভাচিয়া ও অন্যান্যদিকে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র। তাতারিস্তান এশিয়া থেকে ইউরোপকে বিভক্তকারী ওরাল পর্বতমালার পশ্চিম পাদদেশে অবস্থিত।
রাজধানী কাজান
আয়তন ৬৭৮৩৬২ বর্গ কি: মি:
জনসংখ্যা ৩৭৭৯২৬৫ (২০০২)
মুসলিম ৬২%
রাষ্ট্রভাষা তাতারি, রুশ
প্রেসিডেন্ট মিন্টিমার শায়েমীভ
প্রধানমন্ত্রী রুস্তম মনী খানুভ
শোভাচিয়া
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত পূর্বে তাতারিস্তান, উত্তরে মারিয়েল, দক্ষিণে মর্ডোভিয়া, পশ্চিমে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী চেবুকসার
আয়তন ১৮৩০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ১৩১৩৭৫৪ (২০০২)
মুসলিম ৬০%
রাষ্ট্রভাষা চোভাস, রুশ
প্রেসিডেন্ট নিকুলা ভেচিলিভিস ফিদিরুভ
প্রধানমন্ত্রী সিরজী গাবলিুকুভ
মর্ডোভিয়া
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত উত্তরে শোভিাচিয়া ও অন্যান্যদিকে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী সারান্সাক
আয়তন ২৬২০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৮৮৮৭৬৬ (২০০২)
মুসলিম ৫৬%
রাষ্ট্রভাষা মর্ডোভি, রুশ
প্রেসিডেন্ট নিকুলা মীর কুশকীন
প্রধানমন্ত্রী এন্ডোভ বারান বুর্টোভ
ওডমোর্টিয়া
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত দক্ষিণে তাতারিস্তান ও অন্যান্যদিকে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী ইগেভসিক
আয়তন ১৭০৫০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৩০৫৫১০ (২০০২)
মুসলিম ৬৩%
রাষ্ট্রভাষা আডমুর্টি, রুশ
প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুলকুভ
প্রধানমন্ত্রী বুল বেলাকুভ
মারিয়েল
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত উত্তরে তাতারিস্তান ও শোভাচিয়া এবং অন্যান্যদিকে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী ইউশকার ওলা
আয়তন ২৩২০০ বর্গ কি: মি:
জনসংখ্যা ৭১৩০০০ (১৯৮২)
মুসলিম ৬৪%
রাষ্ট্রভাষা মারিয়া, রুশ
প্রেসিডেন্ট ভেচিলাভ কোলোর্স
প্রধানমন্ত্রী বিটার পুলাস
ওরাম্বার্গ-উপলাস্ট
অবস্থান ভলগা অঞ্চল
সীমান্ত দক্ষিণে বাশকেরিয়া ও অন্যান্যদিকে রাশিয়াভুক্ত অন্য প্রজাতন্ত্র।
রাজধানী শাকালুভ
আয়তন ১২৪০০০ বর্গ কি: মি:
জনসংখ্যা বিশ লক্ষাধিক
মুসলিম ৫৪%
রাষ্ট্রভাষা ইঙ্গুশ, রুশ
এপ্রিল ২০১৩
উইকিপিডিয়া (অ্যারাবিক ভার্সন)
0 মন্তব্য(গুলি):
Post a Comment