Translate

ভাবনা নিয়ে মরিস কেন খেপে

Monday, March 28, 2016

0 মন্তব্য(গুলি)
ভাবনা নিয়ে মরিস কেন খেপে।
          দুঃখ-সুখের লীলা
     ভাবিস এ কি রইবে বক্ষে চেপে
          জগদ্দলন-শিলা।
     চলেছিস রে চলাচলের পথে
     কোন্‌ সারথির উধাও মনোরথে?
     নিমেষতরে যুগে যুগান্তরে
          দিবে না রাশ-ঢিলা।

     শিশু হয়ে এলি মায়ের কোলে,
          সেদিন গেল ভেসে।
     যৌবনেরি বিষম দোলার দোলে
          কাটল কেঁদে হেসে।
     রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা
     কোথায় ছিল আজকে দিনের পালা।
     আবার কবে কী সুর বাঁধা হবে
          আজকে পালার শেষে।

     চলতে যাদের হবে চিরকালই
          নাইকো তাদের ভার।
     কোথা তাদের রইবে থলি-থালি,
          কোথা বা সংসার।
     দেহযাত্রা মেঘের খেয়া বাওয়া,
     মন তাহাদের ঘূর্ণা-পাকের হাওয়া;
     বেঁকে বেঁকে আকার এঁকে এঁকে
          চলছে নিরাকার।

     ওরে পথিক, ধর্‌-না চলার গান,
          বাজা রে একতারা।
     এই খুশিতেই মেতে উঠুক প্রাণ--
          নাইকো কূল-কিনারা।
     পায়ে পায়ে পথের ধারে ধারে
     কান্না-হাসির ফুল ফুটিয়ে যা রে,
     প্রাণ-বসন্তে তুই-যে দখিন হাওয়া
          গৃহ-বাঁধন-হারা!

     এই জনমের এই রূপের এই খেলা
          এবার করি শেষ;
     সন্ধ্যা হল, ফুরিয়ে এল বেলা,
          বদল করি বেশ।
     যাবার কালে মুখ ফিরিয়ে পিছু
     কান্না আমার ছড়িয়ে যাব কিছু,
     সামনে সে-ও প্রেমের কাঁদন ভরা
          চির-নিরুদ্দেশ।

     বঁধুর চিঠি মধুর হয়ে আছে
          সেই অজানার দেশে।
     প্রাণের ঢেউ সে এমনি করেই নাচে
          এমনি ভালোবেসে।
     সেখানেতে আবার সে কোন্‌ দূরে
     আলোর বাঁশি বাজবে গো এই সুরে
     কোন্‌ মুখেতে সেই অচেনা ফুল
          ফুটবে আবার হেসে।

     এইখানে এক শিশির-ভরা প্রাতে
          মেলেছিলেম প্রাণ।
     এইখানে এক বীণা নিয়ে হাতে
          সেধেছিলেম তান।
     এতকালের সে মোর বীণাখানি
     এইখানেতেই ফেলে যাব জানি,
     কিন্তু ওরে হিয়ার মধ্যে ভরি
          নেব যে তার গান।

     সে-গান আমি শোনাব যার কাছে
          নূতন আলোর তীরে,
     চিরদিন সে সাথে সাথে আছে
          আমার ভুবন ঘিরে।
     শরতে সে শিউলি-বনের তলে
     ফুলের গন্ধে ঘোমটা টেনে চলে,
     ফাল্গুনে তার বরণমালাখানি
          পরাল মোর শিরে।

     পথের বাঁকে হঠাৎ দেয় সে দেখা
          শুধু নিমেষতরে।
     সন্ধ্যা-আলোয় রয় সে বসে একা
          উদাস প্রান্তরে।
     এমনি করেই তার সে আসা-যাওয়া,
     এমনি করেই বেদন-ভরা হাওয়া
     হৃদয়-বনে বইয়ে সে যায় চলে
          মর্মরে মর্মরে।

     জোয়ার-ভাঁটার নিত্য চলাচলে
          তার এই আনাগোনা।
     আধেক হাসি আধেক চোখের জলে
          মোদের চেনাশোনা।
     তারে নিয়ে হল না ঘর বাঁধা,
     পথে পথেই নিত্য তারে সাধা
     এমনি করেই আসা-যাওয়ার ডোরে
          প্রেমেরি জাল-বোনা।


শান্তিনিকেতন, ২৯ ফাল্গুন, ১৩২২

স্বপ্নের ঘুড়ি উড়ে.…

Sunday, March 13, 2016

0 মন্তব্য(গুলি)
যদি
আমার জন্য তোমার মনে
স্বপ্নের ঘুড়ি উড়ে.…
তবে মনে রেখো
আমি তোমার হাতে নাটাই দেবো
স্বপ্ন
রেখ ধরে >>>

তোমায় নিয়ে স্বপ্ন দেখি

1 মন্তব্য(গুলি)
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি তাতেই আমার সুখ।
অবশেষ অনুভূতির দেয়াল তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়।
তবু তোমার টুকরো তোমার স্রতি বার বার আমাকে ডাকে...
অনেক দুরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে স্রতির কাছে। অভিনয়ের মুখোশ খুলে বসে রই জানলা ধরে   ...

আমার কথার ফুল

0 মন্তব্য(গুলি)
আমার কথার ফুল
আমার গানের মালা
আকাশে আজ ছড়িয়ে দিলাম আমি
ওগো কুড়িয়ে নিও তুমি
আমার আখিঁ পাতায়
নাই দেখিলে আখিঁ জল
নাই শুনিলে আমার কন্ঠের সুরে
অশ্রুভার করে টলমল,
নাই বুজিলে আমার হৃদয়ের পদ্ম ঘেরা
কথা ভ্রমর কেঁদে ফিরা!!!!!!!

তুমি কিছু বলতে চেয়েও বলনি,

0 মন্তব্য(গুলি)
তুমি কিছু বলতে চেয়েও বলনি,
-অামি কিছু বলতে গিয়েও বলতে পারি নি,
সুত্র ছিল ভুল,
তাই অাজও অংকটা রয়ে গেল অমিলে !!
.

রাত বড়ই রহস্যময়!

0 মন্তব্য(গুলি)
রাত বড়ই রহস্যময়!
মনটাকে কেমন যেনো
উদাস করে দেয়!
দিনের আলোতে যে অপূর্ণতা,
ব্যার্থতা গুলোকে তুড়ি মেরে
দূরে সরিয়ে দেওয়া যায়,
রাতে সেগুলোই গলা চেপে ধরে!
প্রতিটা রাতের্ই নিজস্ব গল্প থাকে!
প্রতিটা গল্পেই আলাদা!

আর কিছুই নেই আমার!

0 মন্তব্য(গুলি)
তোমাকে দেবার মত আর কিছুই নেই আমার!
শুধু যেনেরেখো আমি হারিয়ে গেলে যা হারিয়ে যাইনি, যেতে পারেনি।
আমার সেই বিশ্বাস, সেই প্রথম ভালোবার মত এখনো তোমাকে বার বার ডেকেছি তোমার মনের অজান্তে ....

রপ্ত করা শব্দ গুলো

Thursday, March 10, 2016

0 মন্তব্য(গুলি)
রপ্ত করা শব্দ গুলো দ্বিধার কাছে জব্দ ,
তাই ভাষা কথার মুখে কথা নাই ,মনের ঘরে তালা মারা বন্দি আবেগ পায় না ছাড়া ,
কেমন করে বুজিয়ে বলি কতখানি তোমায় চাই।
সারাটা রাতে মহড়া দেই তোমায় কিছু ,বলোবো বলে দিনের আলোয় সব ভুলে যাই তোমার মুখামুখি হলে ততো খানি পিছিয়ে আসি,
যত খানি এগিয়ে যায় ,
কেমন করে বুজিয়ে বলি কত কানি তোমায় চাই ,বর্ণমালার বর্ণগুলো কেমন যেন বর্ণহীন রঙিন আবেগ লিখলে লাগে অর্থহীন হাত বাড়াতে পাই না বলে তোমার দিকে মন বাড়াই কেমন করে বুঝিয়ে বলি কত খানি তোমাকে চাই।

তুমাকে নায়ে

0 মন্তব্য(গুলি)
আমার একলা দুপুর
আমার একলা বিকেল
একলা নিঝুম রাত
তুমায় নিয়ে সাজাই ওগো অভিমানী

আলো আলো

0 মন্তব্য(গুলি)
আধাঁরের মাঝে এক টুকরু আলো জ্বলছে নিবছে ।
চেয়ে চেয়ে হচ্ছে পার নিকোশ কালো এই আধাঁর....

না পাওয়ার কষ্ট

0 মন্তব্য(গুলি)
না পাওয়ার কষ্ট যে কত বেশী কষ্টের আজ তা বুঝতে পারছি আমার চাওয় হয়তো ভূল ছিল ! আমার ভালোবাসায় হয় তো শক্তি নেই ।
তাই তুমাকে পেলাম না ।
তুমি হয়তো তুমাকে চাইতে বাধা দিয়েছো.....

শুকিয়ে গেছে মন,,

0 মন্তব্য(গুলি)
শুকনো পাতার মতো
শুকিয়ে গেছে মন,,
জানিনা কোন অপরাধে
হয়ে গেল এমন..
কি চেয়েছি কি পেয়েছি,,
তা তো আমি জানিনা,,
শুধু জানি মনটা আমার
একদম-ই ভালো না..!!
জানি না ....

ব্যর্থ মানুষ

0 মন্তব্য(গুলি)
দাদা বলে ছিলেন :
পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয় ব্যর্থ যে নিজের কল্পনাকে বাস্তবে পরিনত করতে পারে না ।

রূপের মায়ায়

0 মন্তব্য(গুলি)
এলো চুলে দাড়িয়ে ছিলে
কৃষ্ণচুরার ছায়ায়
সবটুকু যে কেড়ে নিলে
তোমার
রূপের মায়ায় !

ভালবাসায় লুপ্ত থাকে,

0 মন্তব্য(গুলি)

ভালবাসায় লুপ্ত থাকে, ক্ষরণ, দহন, স্বনন, মনন, মিলন, স্ফুরণ, মরণ আর প্রকৃত ভালবাসায় থাকে প্রত্যাবর্তন......

ও জোনাকি

0 মন্তব্য(গুলি)
জোনাকি
কি সুখে ঐ ডানা দুটি মেলেছো
ও জোনাকি কি সুখে
ঐ ডানা দুটি মেলেছ
আধাঁর সাজে বনের মাঝে
উল্লাসে প্রান ঢেলেছ
ও জোনাকি কি সুখে
ঐ ডানা দুটি মেলেছো .....

কোন এক উজ্জল দিনে

0 মন্তব্য(গুলি)
মনে পড়ে
কোন এক উজ্জল দিনে
ভাবনার ডানা মেলে দিয়ে
ভেবে ছিল সাদা মেঘের ভেলায়
আনমনে যাবে হারিয়ে
......
...
.

ফুটেছে ফুলে

0 মন্তব্য(গুলি)
গাছে গাছে ফুল ফুটেছে ফুলে ফুলে
মৌ
ঘরের বাইরে বেরিয়ে এসে ডাকে
গানে গানে
ওরে ফাগুন এসেছে বনে বনে ...

বসন্তীরর আগমনে

0 মন্তব্য(গুলি)
একরাশ বিপদের মাঝখানে
শুয়ে আছি
কানাঘুষো শোনা যায়
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে .....
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কে যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে ...

তুমি কেন বুঝনা ?

Monday, March 7, 2016

0 মন্তব্য(গুলি)
তুমি কেন বুঝনা ?
আমার সব টুকু ভালোবাসা
তুমায় গিরে ....

মনের কোণের

0 মন্তব্য(গুলি)
আমার মনের কোণের
বাইরে
আমি জানালা খুলে
ক্ষনে ক্ষনে চাইরে..

আয়নায় মানুষ

0 মন্তব্য(গুলি)
বড় ভাই একটা কথা বলেছিলে:-
দর আইনা গারচ খোদ নোমাই বাসদ পায় ওয়াস্তা যে খেশতান জুদাই বাসাদ ।
মানে:-
আয়নায় মানুষ নিজের ছবিই দেখে অথচ ছবি মানুষটি থেকে বিচ্ছিন্ন ...!
কথাটি আমার অনেক ভালো লাগছে ।
আর আপনার ?

যদি বিশ্বাস কর

0 মন্তব্য(গুলি)
যদি বিশ্বাস কর তবে শক্ত করে আমার হাতটা ধর।
আমি নিয়ে যাব তোমায় মেঘের বাড়ি ।
দেখতে তুমি আমার...
.
.
.
.
.

দিনের পর দিন

0 মন্তব্য(গুলি)
দিনের পর দিন আপনি একজন মানুষেকে অবহেলা করে যাবেন আর ভাববেন, সব ঠিক হয়ে যাবে! নাহ্, কিচ্ছু ঠিক হবে না। সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে। কিন্তু তার এই কান্নায় আপনার কিছু যায় আসবে না। পরের দিনও আপনি তাই করবেন। আবার সেই অবহেলা। আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের পানি ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন, "বাহ! সে তো আমাকে খুব ভালোবাসে।" তাকে যতই অবহেলা করি সে আমাকে ছেড়ে যাবে না। এভাবে আপনি জেনে নাজেনে তাকে অবহেলা করতে থাকবেন। আর ভাববেন, "আমি যাই করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না কারণ সে আমাকে অনেক ভালোবাসে।” . এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। সে আজ আর কাদঁছে না। তার চোখে আর পানি নেই। বুকের বামপাশটা চিনচিনিয়ে উঠবে আপনার । নিজেই নিজেকে প্রশ্ন করবেন, "একি ! আজ সে কাঁদলো না কেনো ? সে কি আমাকে আর ভালোবাসে না ?
সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে।
"মনে রাখবেন, অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেনো, কেউই এটি সহ্য করতে পারে না ,,

ঝরা পাতা গো,

0 মন্তব্য(গুলি)
ঝরা পাতা গো,
আমি তোমারি দলে।অনেক হাসি অনেক অশ্রুজলে ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে॥ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে শেষের বেশে সেজেছ তুমি কি এ।খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে বসন্তের এই চরম ইতিহাসে। তোমারি মতো আমারো উত্তরী আগুন-রঙে দিয়ো রঙিন করি-- 
অস্তরবি লাগাক পরশমণি  প্রাণের মম শেষের সম্বলে॥

জোছনার স্বার্থেই

0 মন্তব্য(গুলি)
জৈনক বড় ভাই বলে ছিলেন....
স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে।
এক সময় আমি এর মানে বুজতাম না !
আর এখন ...
.
.
.

জুনাকিরা করে ভিড়

0 মন্তব্য(গুলি)
জুনাকিরা করে ভিড়
আকাশ তারায় ঝিলমিল
জীবনের হিসেবে
শুধুই গড় মিল ..
.
.
.
.
!

রাত ভর নিসংঙ্গ সময়

0 মন্তব্য(গুলি)
রাত ভর
নিসংঙ্গ সময়
চলে স্রৃতি বিস্রৃতির আলাপন,
সময়ের পদা বলি শুন্য মিলায়।
সঙ্গ হয় জীবনে সব আয়োজন!
তখন মনের ঘাটে
হেরে বিরহের সম্পান.....
!
!

প্রতিটি মেয়ে নিষ্টুর হয়ে জন্মায়

0 মন্তব্য(গুলি)
প্রতিটি মেয়ে নিষ্টুর হয়ে জন্মায় !
জৈনক বড় ভায়ের কথাটি আমি মানতাম না ।
কিন্তু
এখন নিজেই আমি প্রমানিত !
!
!

আমাদের শীক্ষা আছে কিন্তু

0 মন্তব্য(গুলি)
আমাদের শীক্ষা আছে দীক্ষা নেই ।
বিদ্যা আছে সেটাকে কাজে লাগানোর বুদ্ধি নেই ।
আমাদের ইলম আছে আমল নেই ।
নীচতা হীনতায় লড়াইয়ে বার বার জিতে যায় ।
ধিক আমাদের সেই বিবেককে যে জাগ্রত নাই,
ঘুমিয়ে আছে ভান করে ।
কাপুরুষের মত পিচনে লড়ে....

আমি তুমার স্বপ্নের

0 মন্তব্য(গুলি)
আমি
তুমার স্বপ্নের ঘরে বাস করা,
অপূর্ব অতিথি পাখি ।
কিংবা
তোমার অভিমান
পূষে রাখা
আধারের গল্প
কিন্তু
.
.
.
.

এবার থামা উচিত্‍...

0 মন্তব্য(গুলি)
এবার থামা উচিত্‍...
   অনেক হয়েছে 
উদ্দেশ্যহীন পথ চলা
উদ্দেশ্যহীন জীবণ যাপন...

আমার আকাশ ভালো লাগে

0 মন্তব্য(গুলি)
আমার আকাশ ভালো লাগে,
ভালো লাগে চাঁদ,
ভালো তারাদের,
ভালো লাগে রাত,
আরো ভালো লাগে তুমার মনে আমার অবাদ যাতায়াত ।
ঘুম ঘুম নির্ঘুম চোখে তোমার হতে হাত....
আরো ভালো লাগে
তোমার মনে.....

ঝরা পাতা গো

0 মন্তব্য(গুলি)
ঝরা পাতা গো আমি তোমারি দলে…
শীতের ধূসর স্তব্ধ দিনে তুলুসের প্রতিটি গাছের পাতায় রঙের খেলা, ধীরে ধীরে রঙিন পাতা ঝরা দেখে দেখে মনে এক উদাসীনতার ছোঁয়া লাগে –
জীবন থেকেও এক এক দিন গাছের এক একটি পাতার মতো ঝরে যায়, কনকনে ঠাণ্ডা ঘূর্ণি হাওয়া শুকনো পাতা সঙ্গে নিয়ে বয়ে যায় কিছু দূর –
প্রকৃতির এই আনমনা খেলা দেখে খুব বেশী নস্টালজিক হই।
ভাবুক মন যেন হঠাৎ সম্বিৎ ফিরে পায়।
জীবনের এই তো নিয়ম –

কে আমার তুমি

0 মন্তব্য(গুলি)
কে আমার তুমি
স্বপ্নে দেখা অনামিকা ।
স্বপ্নে দেখা দিয়েও
তুমি থাকো দূরে
আমি জেগে থাকি নিশীতে ।
যতনা তুমায় ডাকি ,
তারও বেশী ভালোবাসি,
হাতে হাত রাখো
আরো কাছে আসো
স্বপ্নে কল্পনাতে । 
কেন বার বার আস স্বপ্নে কল্পনাতে?
হৃদয় আমার হারিয়ে যায়
বারে বারে তুমা তে ।
.
.
.
.

একটা প্রজাপতি

0 মন্তব্য(গুলি)
একটা প্রজাপতি ঘরের ভেতর ,
কেমন করে জানি ডুকে পরে।
জাপটায় পাখা
রঙে রঙে আকাঁ
অবাক হয়ে দেখছি তা !.....

যখন চারি দিক নেমে

0 মন্তব্য(গুলি)
যখন চারি দিক নেমে আসে আধাঁর, চলে এসো তুমি খুলে মেঘের দোয়ার।
কেউ জানবে না তুমার এই চলে আসা,
শুধু আমি থাকবো
দাড়িয়ে নিয়ে বুক ভরা
ভালোবাসা.....
!
!
!
!

সব মানুষই কাঁদে

0 মন্তব্য(গুলি)
পৃথিবীতে সব মানুষই কাঁদে
এ কান্নার পিছনে থাকে কিছু অজানা রহস্য ।
কেউ কাউকে পাবার আশায় কাঁদে,
কেউ হারাবার ভয়ে কাঁদে,
কেউ কষ্ট পেয়ে কাঁদে,
আবার কেউ কষ্ট দিয়েও কাঁদে. . .
.
.
কিন্তু !

আমাকে মিস করার মত

0 মন্তব্য(গুলি)
জানি, আমাকে মিস করার মত সময় হয়তো তোমার হবে না :` কারণ, তোমার পৃথিবীতে আমি ছাড়াও আরো অনেকে আছে,  কিন্তু, আমার পৃথিবীতে তুমি ছাড়া আরকেও নেই তাইতো তোমাকে সব সময় অনেক মিস করি । সব সময় তোমাকে ভালোবাসি ভালো থেকো আমার ভালোবাসা ।

যে রাতে

0 মন্তব্য(গুলি)
যে রাতে
প্রেমিকারা সব ঘুমায়ে পড়ে
বৃষ্টির ছাঁট
ভেদ করে কিছুটা আলোও
কি করনে গহীন অন্ধকারে
ঢুকে যেতে চায়??

অনেক স্বপ্ন দিয়ে

0 মন্তব্য(গুলি)
অনেক স্বপ্ন দিয়ে
বানিয়েছি
আলোর ঝর্না দিয়ে
সাজিয়েছি
একবার বাইরে এসে দেখ
তোমাকে
সুপ্রভাত বলতে সূর্যকে পাঠিয়েছি!

কত বার ভেবেছি তুমাকে

0 মন্তব্য(গুলি)
কত বার ভেবেছি তুমাকে বলে দেবো সব ।
পারিনি ভুঝাতে চোখে চোখ রেখে।
কেমনে থাকি ওগো তুমাকে ভূলে
কি করে বুঝায় ওগো বলো না তুমি।
হৃদয়ের আবেগ যতনে রেখে পুরেছি আগুনে  একা আমি।
পুরেছি একা আমি....

স্বপ্ন দেখে কি হবে

0 মন্তব্য(গুলি)
স্বপ্ন দেখে কি হবে, তুমি না এলে কেমনে ।
ভালোবাস যদি বলো তুমি,
জীবনে আর কিছু চাই না আমি,
স্বপ্নের মাঝে আছি, তুমায় ভালোবাসি ।
তুমি হীনা আমি, কি করে থাকি।
স্বপ্ন দেখে কি হবে তুমি না এলে কেমনে ।

উড়িয়ে পুরিয়ে ভাসিয়ে দাও না

0 মন্তব্য(গুলি)
উড়িয়ে পুরিয়ে ভাসিয়ে দাও না আমায়।
প্রেমের ঐ অনলে জ্বলেছে হৃদয় ।
সহে না সহে না এই জাতনা,
প্রেমের ঐ অতলে ডুবেছে মন আমার....

শুধু তুমার জন্য

0 মন্তব্য(গুলি)
শুধু তুমার জন্য এখন
কত স্বপ্ন দেখে এই মন
যদি তুমি ভূলে যাও
এমনে ব্যথা দাও
বাচঁবে না তো এ জীবন !
শুধু তুমার জন্য এখন
কত স্বপ্ন দেখে এই মন ....
.
.
.
.
I Miss u
+

বৃষ্টি ভেজা বিকেলে

0 মন্তব্য(গুলি)

এক ফসলা বৃষ্টি ভেজা
বিকেলে ..
এলো মেলো চোখের চাহনি
হেটে গেলে তুমি ।
কিভাবে বুঝায় বল
তুমা কে কত যে ভালোবাসি
আমি....!

যখন ভালবাসার মানুষটিকে

Saturday, March 5, 2016

0 মন্তব্য(গুলি)

"কষ্ট তখনই লাগে যখন ভালবাসার মানুষটিকে কোন ভাবেই বোঝানো যায় না যে আমি সত্যিই তাকে অনেক ভালোবাসি

চোখের মত চোখ

Thursday, March 3, 2016

0 মন্তব্য(গুলি)
চোখ যে মনের কথা বলে...... চোখে চোখ রাখা
শুধু নয় চোখের
সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই...

স্বপ্নটা পাখির মত,

0 মন্তব্য(গুলি)
জীবনটা বসন্তকাল,
ফুলে ফুলে ভরে যায়।
সুখটা গাছের পাতা,
হঠাৎ যেন ঝরে যায়.দুঃখটা বিশাল আকাশ,
সবসময় রয়ে যায়।
স্বপ্নটা পাখির মত,
হঠাৎ উড়ে যায়...
.
.
+

হৃদয়ের জানালা

0 মন্তব্য(গুলি)
দ্বীপ জালা সন্ধায়
হৃদয়ের জানালা
কান্নার কাচাঁ কোলে রেখেছি
পাখি সে তো আসেনি
তুমি ভালোবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পরে তুমায়
মনে
পরে
তুমায়
.
.+

আমি তোমার মনের

0 মন্তব্য(গুলি)
আমি তোমার মনের
ঘরের ভেতর
এক টুকরো কয়েল হতে চেয়েছিলাম ৷
তুমি শুধু প্যাচ টা ই দেখলে,
জ্বলে যাওয়াটা নয় !