Translate

অনন্ত অপেক্ষার প্রহর

Thursday, March 3, 2016

অনন্ত অপেক্ষার প্রহর গুণেই চলেছিস উপেক্ষা পেয়ে ! অবিরত ভাবে কেঁদেই চলেছিস ! রাতের পর রাত নির্ঘুমই কাঁটিয়ে দিলি ??এককভাবেই ভালবেসে গেলি ?? জীবনের মূল্যবান সময়টা এভাবেই ব্যয় করে চলেছিস দুঃখের অনাবিল ভ্রান্তির কথা ভেবে ?? এই ধূলিমাখা আর প্রাণহীন নগরীর কল্পনায় বিভোর রয়ে গেলি এখনো ??? অ -তে অনাবিল ,আ- তে আনন্দ তোর সাথী না হয়ে ,কোন এক, ক -তে কল্পকথা আর  খ -তে খানিকটা আশাই এখনো তোর সাথী করে রেখেছিস বলে অবাক হই । যেখানে অপেক্ষার প্রহরেই বাড়তি যোগ করে চলেছিস ?? সেখানে উপেক্ষার পরিমাণটা যে বেশীই উপভোগ করে ফেলেছিস ?? যেখানে অবিরত ভাবে কেঁদেই চলেছিস ! সেখানে হাসির উপলক্ষ যে ভুলে দূরে ফেলে গেছিস !!! যেখানে নির্ঘুম রাত কাটিয়ে দিচ্ছিস ! সেখানে নিশি অধীর হয়ে তোকে কানে কানে বলছে এই ছেলে আর কত তাকবি এভাবে !!!!!

0 মন্তব্য(গুলি):

Post a Comment