এমন যদি হতো,
আমি পাখির মতো উড়ে উড়ে ভেড়ায় সারাখন।
পালাই বহু দূরে....
ক্লান্ত হব ঘুরে, ফিরব ঘরে, কোথায় এমন দল?
বৃক্ষ তলে শুয়ে, তোমার দূঃখ ছুয়ে, ঘুম আসেনা ঘুমও সার্থপর । হঠাত্ ফিরে দেখি নিজের মুখ মুখি শুন্য বিষন শুন্য মনে হয়, কি আর এমন হবে? কে পেয়েছে কবে? স্বপ্ন গুলি স্বপ্ন হয়ে রয় !!
স্বপ্ন গুলো স্বপ্ন .......
আমি পাখির মতো উড়ে উড়ে ভেড়ায় সারাখন।
পালাই বহু দূরে....
ক্লান্ত হব ঘুরে, ফিরব ঘরে, কোথায় এমন দল?
বৃক্ষ তলে শুয়ে, তোমার দূঃখ ছুয়ে, ঘুম আসেনা ঘুমও সার্থপর । হঠাত্ ফিরে দেখি নিজের মুখ মুখি শুন্য বিষন শুন্য মনে হয়, কি আর এমন হবে? কে পেয়েছে কবে? স্বপ্ন গুলি স্বপ্ন হয়ে রয় !!
স্বপ্ন গুলো স্বপ্ন .......
0 মন্তব্য(গুলি):
Post a Comment