Translate

“সুখ দুঃখের বসত ঘর"

Monday, June 15, 2015

সুখের শহরে দুঃখের বসবাস
শত্রুতা নেই আছে ভালোবাসার
আবাস।
একজন যদি করে আপন তোমায়
আরেকজন থাকে আরও ভালোবাসার
অপেক্ষায় ।
সুখ যদি দিয়ে যায় তোমায় ছোঁয়া
দুঃখ আসে পিছু পিছু বাড়াতে সুখের
মায়া ।
যদি থাকে অপেক্ষায় সুখের
আশাতে
থেকে থেকে দুঃখ যেন চায়
বারে বারে কাঁদাতে ।
আবার করতে চাইলে দুঃখকে আপন
সর্বদা জীবনের
সুখ কে দেখিয়ে পালায় দুঃখও তা যে
খুব ক্ষণিকের ।
সুখ সুখ করে তাই কেঁদো নাকো
আর
দুঃখের ঘরেই যে সুখের বসত নয়
তোঁ পালাবার ।

0 মন্তব্য(গুলি):

Post a Comment