এখন অনেক রাত, ঘুমিয়ে গেছে চারিপাশ।
কোলাহল থেমে গেছে ও
নিস্তব্ধ
হয়ে গেছে পুরো চারপাশ ।আমি একা একা, ঘরে আছে আর একটা প্রাণী , মাঝে
মাঝে সে ঠিক ঠিক শব্দে জানিয়ে দিচ্ছে সে ও আছে আমার সাথে। এ যেন অভিমানী মনের অনেক
কথা বলতে চেয়েও পারছে না আর,
জমে আছে শত বেদনা ও ক্ষোভ
।
চিলেকোঠায় বাস অভিমানি বালকের ।
অভিমান অনেক এই কারনে একাই
চিলেকোঠায়। ঘুম আসছে না, তাই আকাশে তাকিয়ে কাটে সারা রাত । আজি চারপাশ
নিস্তব্ধতায় আছন্ন দিয়েছে ভিন্ন
মাত্রা,
সাথে আকাশের একটু বেশি সৌন্দর্য
যেন আজ সেজেছে আপন
রুপে।
সাদা মেঘের গুচ্ছ গুলো ছুটে
বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য
প্রান্তে, এই অন্ধকার আকাশের
নীল
বয়ে বেড়াচ্ছে তার আপন মহিমায় ।
নীল এর সাথে মেঘের সাদা যে
পূর্ণ এক ছবি, কোন ক্যানভাসে আঁকা
ছবি নয়, এটা তো আজ রাতের আকাশ
।
আকাশের রঙ টা হঠাৎ করেই ভরিয়ে
দিয়ে গেলো অভিমানী বালকের মনে,
আপন মনে তাই তো গান গাওয় সে।
আকাশের মেঘ গুলোও যেন কি
বলতে চাচ্ছে, অভাক দৃষ্টিতে
তাকিয়ে থাকেসে । অনেকটা সময়
পাড় হলো এখন মনে হয় বুজতে
পাড়ছে সে আকাশের মেঘ গুলো
যেন তাঁকে মনে করিয়ে দিচ্ছে
পুরনো সকল সৃতি, মনে করিয়ে
দিচ্ছে স্বপ্ন কন্যার কথা, যার জন্য,
যাকে পাবার আশায় এখনও একা অভিমানি
বালক
“একাকী মনের কথা বলা,
তবে এই একাকীত্ব কাদায় না তাঁকে,
কেননা এই একাকীত্ব নতুন কিছু নয়
অভিমানী বালকের জীবনে,অনেক
আগেই স্বপ্ন কন্যা কে স্বপ্ন
দেখেছিল সে, তবে না এখনও
সেই
স্বপ্নতেই তার বাস বাস্তবে আসেনি
আজো । আর কি আসবে এই স্বপ্ন
হয়ে আমার জীবনে সত্যি ? হে
আল্লাহ
চেয়েছিলাম আমি তোমার কাছে
একাকীত্ব থেকে মুক্তি। এখন শুধু তাঁকে দেখা হয়ছে তার
কাছা কাছি যাওয়া শুধুই অন্যতে তার ছায়া
খুজে ফেরা, হুম ফলাফল ও তাই একই
রকম,
শূন্যতাতেই ফিরে আসা।
নিজের অজানাতেই যেন আজ সব
হচ্ছে। রাতের আকাশ দেখা,
অবচেতন মনে গান গাওয়া, আর শুধুই স্বপ্ন কন্যার কথা
ভাবা।
জীবনের এই প্রান্তে এসে
ব্যাপারটা
যেন বুজতে আর একটুও বাকি নেই,
একাকীত্বের জগতে একা, একক
মহিমায় উদ্ভাসিত মহান একজন প্রতিকৃত।
হা
হা হা হা হাসি যেন আর থামছে না এই
ভেবে যে, জগৎ সেরা মহান
হয়েছে আজ তবে তা নিরবতা ও
একাকীত্বের । লম্বা নিঃশ্বাস ছেড়ে
আবার ভাবতে শুরু করে অভিমানি বালক।
কোলাহল থেমে গেছে ও
নিস্তব্ধ
হয়ে গেছে পুরো চারপাশ ।আমি একা একা, ঘরে আছে আর একটা প্রাণী , মাঝে
মাঝে সে ঠিক ঠিক শব্দে জানিয়ে দিচ্ছে সে ও আছে আমার সাথে। এ যেন অভিমানী মনের অনেক
কথা বলতে চেয়েও পারছে না আর,
জমে আছে শত বেদনা ও ক্ষোভ
।
চিলেকোঠায় বাস অভিমানি বালকের ।
অভিমান অনেক এই কারনে একাই
চিলেকোঠায়। ঘুম আসছে না, তাই আকাশে তাকিয়ে কাটে সারা রাত । আজি চারপাশ
নিস্তব্ধতায় আছন্ন দিয়েছে ভিন্ন
মাত্রা,
সাথে আকাশের একটু বেশি সৌন্দর্য
যেন আজ সেজেছে আপন
রুপে।
সাদা মেঘের গুচ্ছ গুলো ছুটে
বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য
প্রান্তে, এই অন্ধকার আকাশের
নীল
বয়ে বেড়াচ্ছে তার আপন মহিমায় ।
নীল এর সাথে মেঘের সাদা যে
পূর্ণ এক ছবি, কোন ক্যানভাসে আঁকা
ছবি নয়, এটা তো আজ রাতের আকাশ
।
আকাশের রঙ টা হঠাৎ করেই ভরিয়ে
দিয়ে গেলো অভিমানী বালকের মনে,
আপন মনে তাই তো গান গাওয় সে।
আকাশের মেঘ গুলোও যেন কি
বলতে চাচ্ছে, অভাক দৃষ্টিতে
তাকিয়ে থাকেসে । অনেকটা সময়
পাড় হলো এখন মনে হয় বুজতে
পাড়ছে সে আকাশের মেঘ গুলো
যেন তাঁকে মনে করিয়ে দিচ্ছে
পুরনো সকল সৃতি, মনে করিয়ে
দিচ্ছে স্বপ্ন কন্যার কথা, যার জন্য,
যাকে পাবার আশায় এখনও একা অভিমানি
বালক
“একাকী মনের কথা বলা,
তবে এই একাকীত্ব কাদায় না তাঁকে,
কেননা এই একাকীত্ব নতুন কিছু নয়
অভিমানী বালকের জীবনে,অনেক
আগেই স্বপ্ন কন্যা কে স্বপ্ন
দেখেছিল সে, তবে না এখনও
সেই
স্বপ্নতেই তার বাস বাস্তবে আসেনি
আজো । আর কি আসবে এই স্বপ্ন
হয়ে আমার জীবনে সত্যি ? হে
আল্লাহ
চেয়েছিলাম আমি তোমার কাছে
একাকীত্ব থেকে মুক্তি। এখন শুধু তাঁকে দেখা হয়ছে তার
কাছা কাছি যাওয়া শুধুই অন্যতে তার ছায়া
খুজে ফেরা, হুম ফলাফল ও তাই একই
রকম,
শূন্যতাতেই ফিরে আসা।
নিজের অজানাতেই যেন আজ সব
হচ্ছে। রাতের আকাশ দেখা,
অবচেতন মনে গান গাওয়া, আর শুধুই স্বপ্ন কন্যার কথা
ভাবা।
জীবনের এই প্রান্তে এসে
ব্যাপারটা
যেন বুজতে আর একটুও বাকি নেই,
একাকীত্বের জগতে একা, একক
মহিমায় উদ্ভাসিত মহান একজন প্রতিকৃত।
হা
হা হা হা হাসি যেন আর থামছে না এই
ভেবে যে, জগৎ সেরা মহান
হয়েছে আজ তবে তা নিরবতা ও
একাকীত্বের । লম্বা নিঃশ্বাস ছেড়ে
আবার ভাবতে শুরু করে অভিমানি বালক।
কখনোই কি হবে না তার
চোখে চোখ রাখা??
“শুধুই চেয়ে থাকে তোমার পাণে
শুধু চায় মন কি, তা জানে
অপলক তোমার চাওয়া
হতে পারতো ভালোবাসার ছোঁয়া।
পেয়েছে মনে ভয় অজানায়
ভালোলাগাতেই ভালোবাসা
না বলাতেই মন মানা”
অনেক দিন তাকিয়ে থাকার পরও হয়নি
সাহস বলতে মনের কথা, রয়ে
গেলো মনের কথা মনেই, হয়ে
রইলো না বলা ব্যথা। কেটে যায় মাস,
মাসে মাসে বছর, মৌনতা ভেঙ্গে
হয়নি
যেন তাঁকে বলা ছোট ওই কথা।
মনে
মনে গড়েছিল নতুন আশার বসবাস।কিন্তু
অভিমানি বালক এর নীরবতা, কম কথা
বলাই
আজও স্বপ্ন হয়ে রয়েছে একটি সুন্দর
স্বপ্ন । এখনো হয়নি মিলন ভালোবাসার
সাথে, একাকীত্তের পথ হয়েছে
সুগম তাই হাটা সেই পুরানো পথে।
মেঘেদের সরে সরে যাওয়াতে
ফাকা আকাশ, চাদের আলো
ভেঙ্গে
দিল স্বপ্ন কন্যার ভাবনাকে। ছাদের
এপাশ ওপাশ পায়চারী করে
বেড়াচ্ছে
অভিমানি বালক, তার মনের বিষণ্ণতা
তাঁকে
কাঁদাচ্ছে, তার ওই চোখের পাণে
তাকিয়ে দেখা হয়নি সেইখানে জল
জমেছিল কিনা। আবারো পায়চারী,
আকাশে উজ্জ্বল তাঁরাটি ঠিক মাথার
উপরে তাঁকে ডাকছে নিকট
অতীতে, করা নেরে যাচ্ছে তার
চারপাশে প্রথম জীবনের নতুন করে
দেখা স্বপ্নতে। এবারেও চাঞ্চল্য
দেখে স্বপ্ন কন্যা ভেবে ভুল
করা।
পাবার আকুলতায় পাগল অভিমানি বালক নতুন
করে স্বপ্ন দেখে, নিজের
মনের
সকল জায়গা মনে প্রান সপে দিতে চায়
তার স্বপ্ন কন্যাকে।
আর মনে মনে বলে, এই মনটাকে ধুলা মাখা পথ করেছি তুমি
হাঁটবে বলে, বেলি ফুলের গন্ধে
মিশিয়ে দিয়েছি তুমি ভালবাসবে বলে।
বৃষ্টির বর্ষণ হবো, তোমায় ছুয়ে
যাবো তাই, বিকালের মিষ্টি রোদ
হবো তোমার ওই মিষ্টি হাসির সাথে
খেলা করবো বলে, এখনো অপেক্ষা করতে চাই
শুধু
একবার ভালোবাসি শুনবো বলে।
চোখে চোখ রাখা??
“শুধুই চেয়ে থাকে তোমার পাণে
শুধু চায় মন কি, তা জানে
অপলক তোমার চাওয়া
হতে পারতো ভালোবাসার ছোঁয়া।
পেয়েছে মনে ভয় অজানায়
ভালোলাগাতেই ভালোবাসা
না বলাতেই মন মানা”
অনেক দিন তাকিয়ে থাকার পরও হয়নি
সাহস বলতে মনের কথা, রয়ে
গেলো মনের কথা মনেই, হয়ে
রইলো না বলা ব্যথা। কেটে যায় মাস,
মাসে মাসে বছর, মৌনতা ভেঙ্গে
হয়নি
যেন তাঁকে বলা ছোট ওই কথা।
মনে
মনে গড়েছিল নতুন আশার বসবাস।কিন্তু
অভিমানি বালক এর নীরবতা, কম কথা
বলাই
আজও স্বপ্ন হয়ে রয়েছে একটি সুন্দর
স্বপ্ন । এখনো হয়নি মিলন ভালোবাসার
সাথে, একাকীত্তের পথ হয়েছে
সুগম তাই হাটা সেই পুরানো পথে।
মেঘেদের সরে সরে যাওয়াতে
ফাকা আকাশ, চাদের আলো
ভেঙ্গে
দিল স্বপ্ন কন্যার ভাবনাকে। ছাদের
এপাশ ওপাশ পায়চারী করে
বেড়াচ্ছে
অভিমানি বালক, তার মনের বিষণ্ণতা
তাঁকে
কাঁদাচ্ছে, তার ওই চোখের পাণে
তাকিয়ে দেখা হয়নি সেইখানে জল
জমেছিল কিনা। আবারো পায়চারী,
আকাশে উজ্জ্বল তাঁরাটি ঠিক মাথার
উপরে তাঁকে ডাকছে নিকট
অতীতে, করা নেরে যাচ্ছে তার
চারপাশে প্রথম জীবনের নতুন করে
দেখা স্বপ্নতে। এবারেও চাঞ্চল্য
দেখে স্বপ্ন কন্যা ভেবে ভুল
করা।
পাবার আকুলতায় পাগল অভিমানি বালক নতুন
করে স্বপ্ন দেখে, নিজের
মনের
সকল জায়গা মনে প্রান সপে দিতে চায়
তার স্বপ্ন কন্যাকে।
আর মনে মনে বলে, এই মনটাকে ধুলা মাখা পথ করেছি তুমি
হাঁটবে বলে, বেলি ফুলের গন্ধে
মিশিয়ে দিয়েছি তুমি ভালবাসবে বলে।
বৃষ্টির বর্ষণ হবো, তোমায় ছুয়ে
যাবো তাই, বিকালের মিষ্টি রোদ
হবো তোমার ওই মিষ্টি হাসির সাথে
খেলা করবো বলে, এখনো অপেক্ষা করতে চাই
শুধু
একবার ভালোবাসি শুনবো বলে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment