তুমি হাসলে ছড়িয়ে কিরন সূর্য বিলায়
আলো
ছন্দে তোমার জগৎ নাচে ছড়িয়ে
পেখম যত।
মুক্তো ঝড়া ওই হাঁসিতে মুগ্ধ করে
মন
ওই হাঁসিতে ছাড়া যাবে সাত রাজারও ধন।
নরকে পুড়েও তবু খুশি ছেড়ে সর্গ
সুখ
যদি দেখি শুধু তোমার হাঁসি মাখা ওই মুখ।
ভালোবাসায় একবার যদি হাসো
পুস্পের হাঁসি
নরকেও বসে বাজাবো তব তিপ্ত
সুখের বাঁশি।
সর্গ,মর্ত পাতাল ভুবন সদায় যা খুজি
ভালোবাসা আর তোমার ওই হাঁসি
তুমি আমার সর্গ সুখের প্রান পাখি
সুহাসিনি তোমায় ভালবাসি।
আলো
ছন্দে তোমার জগৎ নাচে ছড়িয়ে
পেখম যত।
মুক্তো ঝড়া ওই হাঁসিতে মুগ্ধ করে
মন
ওই হাঁসিতে ছাড়া যাবে সাত রাজারও ধন।
নরকে পুড়েও তবু খুশি ছেড়ে সর্গ
সুখ
যদি দেখি শুধু তোমার হাঁসি মাখা ওই মুখ।
ভালোবাসায় একবার যদি হাসো
পুস্পের হাঁসি
নরকেও বসে বাজাবো তব তিপ্ত
সুখের বাঁশি।
সর্গ,মর্ত পাতাল ভুবন সদায় যা খুজি
ভালোবাসা আর তোমার ওই হাঁসি
তুমি আমার সর্গ সুখের প্রান পাখি
সুহাসিনি তোমায় ভালবাসি।
0 মন্তব্য(গুলি):
Post a Comment