Translate

মা বলেছে

Thursday, June 25, 2015

মা বলেছে পুকুর ঘাটে
যাসনে খোকন সোনা,
সাঁতারটা তুই শিখলে পরে
করবোনা যে মানা।
কৃষাণ ছেলে নদীর ঘাটে
নিয়ে গরুর দল,
ডুব সাঁতারে করছে ঘোলা
অথৈ নদীর জল।
দুপুর বেলায় বিষাদ সুরে
রাখাল বাজায় বাঁশি
কিশোরীদের দস্যিপনায়
পায় যে বড় হাসি।
বাড়ির পাশে তাল গাছেতে
বাবুই পাখির বাসা,
নিপুণ হাতে গড়েছে সে
দেখতে বড় খাসা।
বাতাস এলে হেলেদুলে
করে কতো খেলা,
ওপারে তার নীল আকাশে
ভাসে মেঘের ভেলা।
সকাল বেলা কিচির-মিচির
লাগে মধুর শ্রুতি,
চেয়ে দেখি সূর্য মামা
ছড়ায়নি তার দ্যুতি।
হলদে,শ্যামা আর যে কোকিল
গাইছে কতো গান,
পিঠা-পুলির আয়োজনে
ভানছে নতুন ধান।
রূপকথারই গল্প শুনে
জুড়িয়ে যায় প্রাণ,
গল্প শেষে জিরিয়ে দাদু
খাচ্ছে খিলি পান।

0 মন্তব্য(গুলি):

Post a Comment