Translate

স্বপ্ন ও মানুষ

Monday, June 15, 2015

স্বপ্ননিয়ে বাচে মানুষ
উড়ায় ঘুড়ি রঙ্গিন ফানুস ,
নতুন নতুন স্বপ্ন বুনে
মিথ্যে আশায় প্রহর গুনে।
স্বপ্ন সুদু স্বপ্ন হয়ে
ধরা দিবে দিবে করে
দেয় নি ধরা আজও এসে
চাপা অভিমানের শেষে।
স্বপ্ন ঘোর ভেঙ্গে জেগে
সাদা কালো রঙে মেখে
দীর্ঘশ্বাস কে সঙ্গী করে
স্বপ্ন ছিল মুচকি হেসে
স্বপ্ন ছেড়ে চোখ টি মেলে
বাঁচব আবার নতুন করে।
কালের হাওয়ায় পাল তুলে
নতুন করে স্বপ্ন ভরে
আবার করা যাত্রা শেষে
নতুন কোন স্বপ্নের দেশে।
না বুনে সপ্নের জাল,
না তুলে স্বপ্নের তরী
কি আছে বা করার,
স্বপ্ন হীন জীবনে যে প্রতিদিনই
মরি
স্বপ্ন ভাঙ্গেই তোঁ নতুন
করে
গড়ার জন্য বাঁচতে নতুন করে
স্বপ্ন আছে বলেই মানুষ
বাঁচে,
বাঁচে স্বপ্ন দেখার
তরে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment