Translate

ওগো চাঁদ,

Wednesday, September 9, 2015

ওগো চাঁদ,
দখিনের জানালায় একা বসে আমি
নির্ঘুম রজনীর প্রহর গুনি।
এক প্রহর...দ্বি-প্রহর...তিন প্রহর...
তুমি কোন প্রহরে উঠবে গো চাঁদ?
দেখবো তোমার মুখখানি...
অভিমানি তুমিও!
অভিমানে মুখ লুকালে যে আঁধারে,
সেই অভিমান ভাঙবে তোমার কোন
প্রহরে?
কোন প্রহরের আঁধার ভেদে
উঠবে তুমি আকাশ ছেদে
তোমার আলোয় মন ভাসাতে আমিও!
কেবল একলা আমি গল্প বুনি
একলা রাতের গল্প শুনি
দুখের সুরে বুক বেঁধেছি জানিও।
আমি ভালোবাসা রেখে গেলাম
হাওয়ার বুকে
তুমি শেষ প্রহরে ভালোবাসার
আবেশ মেখে
রাতের কাছে একটা প্রেমের
গল্প শুনিও।।
অভিমানি আমিও...

0 মন্তব্য(গুলি):

Post a Comment