Translate

নিজেকে খুঁজতে বেরিয়েছিলাম

Wednesday, September 9, 2015

নিজেকে খুঁজতে বেরিয়েছিলাম একদা—
যখন মনের মাঝে ফাগুন ছিলো
আগুন ছিলো ঝিনুক খাঁজে,
আজকে এই মেঘহীন এক ছন্নছাড়া শহরে
এসে হয়ে মনে হলো
বৃষ্টি হয়না বহুকাল ধরে,
সেই আগুনে ভিজবো বলে
বসে ছিলাম, শ্যাওলাধরা পুকুর ধারে—
বৃষ্টি হয়না, তবুওতো বৃষ্টি হয়না
কি জানি তাও বৃষ্টি হয়না !
মনের মাঝে … ফাগুন ছিলো
ছন্নছাড়া এই শহরে এসে মনে হলো,
আমাকে আমি পেতে পারি এক শর্তে
যদি পারি আগুন জ্বেলে বৃষ্টি আনতে
এই শহরে …
যে শহরে আসবো বলে
একদিন সব হারিয়ে, হারিয়েছিলাম
নিজেকে নিজে  !

0 মন্তব্য(গুলি):

Post a Comment