Translate

প্রখর রোদ্দুরে, ভারি হয়ে আসে নিঃশ্বাস.. দু দন্ডের বিশ্রামে নেই,

Wednesday, September 9, 2015

প্রখর রোদ্দুরে,
ভারি হয়ে আসে নিঃশ্বাস..
দু দন্ডের বিশ্রামে নেই,
স্বস্থির বিশ্বাষ..।
দুরে;
বহুদুরে-
তেপান্তরের সুদুর পারে,
অপেক্ষায় অস্তরাগের অবাক আলো..।
ভবঘুরে মেঘ যত..
ছায়া পড়ে,
তোমার মনের পরে..
চোখের পাতায়,
স্ফটিক জ্বলা ঘোলা দৃষ্টিতে;
বিকেলের কোমল নরম ছোঁয়া..।
একলার পথ,
দীর্ঘ মৌনপ্রহর..
নিকশ কালো আঁধারের আয়নায়,
বিস্মৃত স্মৃতির বালিয়ারি..
ভোলা যায় না কিছুই,
কিছুই ভোলার নয়..।
অথচ -
দুচোখে রাজ্যের ক্লান্তি মেখে,
আদরের চাদর গায়ে;
নেমে আসে ঘুম..।
মহাকালের ছায়াপথে,
সময়ের ক্যানভাসে..
সকরুন জলস্পর্শে;
আল্পনা এঁকে যায়,
পথিক ও পথ..।
অপেক্ষায়;
তখনো,
অত্যাশ্চর্য ভালোবাসা -
নিঃশ্চুপ নিঝুম নিলাচল

0 মন্তব্য(গুলি):

Post a Comment