Translate

তুমি আছো বলেই

Wednesday, September 9, 2015

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে,
জেনেছি গভীরতম দুঃখও মাঝে মাঝে
কারো হাসিতে হারিয়ে যেতে পারে।
ঠিক যেমন বিদীর্ণ মরুর বুকে জন্ম নেয়
ছায়াবৃক্ষ।
কল্পনার বিস্ময়তা ভীরু চোখে তাকায়
আমার বাস্তবতাকে,
তোমার স্পর্শে যেন লাল গোলাপটিও
জেগে উঠে,
জেগে উঠে কবিতার শব্দগুলো।
নীরব চাহনি যে এত কিছু বলে,
তাও তোমার জন্যই যেনেছি।
অনেক কিছু জেনেও,
যেন নির্বোধ হয়ে থাকি তোমার কাছে।
এক মুহূর্তে আমি ক্লান্তিহীন আনন্দে,
ঠিক পরের মুহূর্তে বিষাদের রাজ্যে।
চলতে থাকে এ রাজ্য বদল,
চলতে থাকে তোমার হেঁয়ালি ভালবাসা

0 মন্তব্য(গুলি):

Post a Comment