যত ভাবি এই বার বিষণ্ণতাকে ঝেড়ে
ফেলব
ততই বিষণ্ণতা আমাকে ঝাপটে ধরে ,
বারান্দার রেল্লিং এ বসে
আজ একটা দাঁড়কাক সারা দুপুর দেখেছে ,
বোকা কাক তা জানেনা
তার ডাক কতোখানি বিষণ্ণ করে দেয়
আমায় ,
মাঝরাতে ডাকা কুকুর , রাঙ্গা বিলের
ডাহুক ,
সবার ডাকে এত বিষণ্ণতা কেন ????
শেষ রাতের ট্রেন তা যখন হুইছেল
বাজিয়ে চলে যায় ,
তখন মনে হয় কি যেন নেই , কি যেন নেই ,
কি নেই ???????
তারপর হঠাৎ করেই মনে পরে যায় , তুমি ই
তো নেই ,
এত বোকা আমি !!!
তুমি নেই বলেই যে চারদিক এত বিষণ্ণ ।
এই টুকু বুঝতে কতো সময় লেগে গেল
আমার ,
জানো , এখন আমার কাছে বিষণ্ণতার
প্রতিশব্দ হলে তুমি .
ফেলব
ততই বিষণ্ণতা আমাকে ঝাপটে ধরে ,
বারান্দার রেল্লিং এ বসে
আজ একটা দাঁড়কাক সারা দুপুর দেখেছে ,
বোকা কাক তা জানেনা
তার ডাক কতোখানি বিষণ্ণ করে দেয়
আমায় ,
মাঝরাতে ডাকা কুকুর , রাঙ্গা বিলের
ডাহুক ,
সবার ডাকে এত বিষণ্ণতা কেন ????
শেষ রাতের ট্রেন তা যখন হুইছেল
বাজিয়ে চলে যায় ,
তখন মনে হয় কি যেন নেই , কি যেন নেই ,
কি নেই ???????
তারপর হঠাৎ করেই মনে পরে যায় , তুমি ই
তো নেই ,
এত বোকা আমি !!!
তুমি নেই বলেই যে চারদিক এত বিষণ্ণ ।
এই টুকু বুঝতে কতো সময় লেগে গেল
আমার ,
জানো , এখন আমার কাছে বিষণ্ণতার
প্রতিশব্দ হলে তুমি .
0 মন্তব্য(গুলি):
Post a Comment